সম্মানিত সুধী, আসসালামুআলাইকুম। প্রতিটি মানুষের জন্য শিক্ষা অর্জন অপরিহার্য। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠত্ব অর্জনের অন্যতম শর্ত হলো জ্ঞান চর্চা। যুগে যুগে মানুষের অর্জিত জ্ঞানকে লিপিবদ্ধ রেখে নানাভাবে জীবন যাপনের উৎকর্ষ সাধন করে মানুষ আজ বিজ্ঞানের উন্নত সময়ে পদার্পণ করেছে। প্রাচীনকাল থেকে বিভিন্ন অভিজ্ঞতা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রাপ্ত জ্ঞানকে সংরক্ষণ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিভিন্ন ধাপের মধ্য দিয়ে একটি শিশু অর্জন করতে থাকে বহুমুখী শিক্ষা। তারই ধারাবাহিকতায় সে পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর হয়। পরবর্তীতে সেই শিক্ষার্থী কর্মমুখী শিক্ষা বা গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতা লাভ করে। তবে অর্জিত জ্ঞানকে সঠিকভাবে সঠিক পথে প্রয়োগের জন্য মূল্যবোধ ও নৈতিক শিক্ষা অপরিহার্য। সেক্ষেত্রে ধর্মীয় অনুশাসন, সৎচরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ধর্মীয় অাদর্শ হৃদয়ে ধারণ করে যে বেড়ে উঠবে সে অনৈতিক কাজ থেকে সর্বদা বিরত থাকবে, সবার হক আদায়ে সচেষ্ট হবে। মহান রসুল হযরত মোহাম্মদ (স.) বর্বর আরব জাতিতেও শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর সুন্দর চরিত্র ও নৈতিকতা শিক্ষা দানের মাধ্যমে। সেই নিকৃষ্ট জাতি হয়ে উঠেছিল উৎকৃষ্ট। সেই উদ্দেশ্যেই আদর্শ নাগরিক গড়ে তুলতে আলিয়া মাদরাাসাগুলোতে সরকারি কারিকুলামে জেনারেল বিষয়গুলো (বাংলা, গনিত, ইংরেজি, আইসিটি সহ বিজ্ঞানের সকল বিষয়) শিক্ষার পাশাপাশি হাদিস, কুরআন, ফিকহ্ শিক্ষা দেয়া হচ্ছে। এমনই একটি প্রতিষ্ঠান হিসেবে টাঙ্গাইলের করটিয়ার বুকে প্রায় একশত বছর ধরে গৌরবোজ্জ্বল ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রোকেয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মহান দানবীর শিক্ষানুরাগী জমিদার মো.ওয়াজেদ আলী খান পন্নী (চাঁদ মিয়া) সাহেবের সদিচ্ছা ও স্বপ্নের প্রতিফলন এই প্রতিষ্ঠানটির মাধ্যমে দেশ পেয়েছে অসংখ্য আলেম, ইমাম, শিক্ষাবিদ সহ বহু সম্মানিত যোগ্য ব্যক্তিত্ব। প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে আমি আনন্দিত অনুভব করছি এবং উত্তরোত্তর এর আরও সমৃদ্ধি সাফল্য কামনা করছি।
Total Visitors:
Current Users: